• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ভিসা ছাড়া যে দেশগুলোতে ভ্রমণ করা যায়!

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০১৮  

বিদেশ ভ্রমণের প্রথম শর্ত ভিসা! ভিসা ছাড়া বিদেশ ভ্রমণ করার কথা চিন্তা করেই যায় না। কিন্তু বাংলাদেশের পর্যটকরা ভিসা ছাড়া বেশ কয়েকটি দেশ ভ্রমণ করতে পারেন। অর্থাৎ এই দেশগুলোতে যেতে হলে দেশ থেকে ভিসার জন্য প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় না; পাওয়া যায় ভিসামুক্ত সুবিধা। শুধু পাসপোর্ট থাকলেই হয়। বাংলাদেশি পাসপোর্টধারীরা যেসব দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন, সেই তালিকার আজ প্রথম পর্ব-

 

1.ভিসা ছাড়া যে দেশগুলোতে ভ্রমণ করা যায়!(প্রথম পর্ব)

ইন্দোনেশিয়া: ইন্দোনেশিয়ার বৈদেশিক মুদ্রার অন্যতম উৎস পর্যটন। দেশটি বাংলাদেশিদের ৩০দিনের নন-এক্সটেন্ডেবল ভিসা দিয়ে থাকে। এই সুযোগে ঘুরে আসতে পারেন বালি, লোম্বক, বিনতান ও নিয়াস দ্বীপের সৈকতগুলো। তবে এগুলোতে পর্যটকদের সংখ্যাধিক্যের কারণে ঠিকমতো সংরক্ষণ করা সম্ভব হয় না। অপেক্ষাকৃত বিচ্ছিন্ন কিন্তু ভালোভাবে সংরক্ষিত সৈকতগুলির মধ্যে রয়েছে কারিমুনজাওয়া, টোগীয় দ্বীপপুঞ্জ ও বান্দা দ্বীপপুঞ্জের সৈকতগুলো।

 

2.ভিসা ছাড়া যে দেশগুলোতে ভ্রমণ করা যায়!(প্রথম পর্ব)

ভুটান: অপরূপ সৌন্দর্য্যের দেশ ভুটানে যেতে বাংলাদেশীদের জন্য কোনো ভিসার প্রয়োজন হয় না। তাই হাসিমুখে হিমালয়ের কোলে সুখী মানুষদের দেশটি ঘুরে আসতে পারেন। আকাশপথ ছাড়াও ভারতের ট্রানজিট ভিসা নিয়ে ভূটান যাওয়া যায়। টাইগার মনাস্ট্রি, রিনপাং জং, ন্যাশনাল মিউজিয়াম, তাশিচু জং, কিচু লাখাং, দ্রুকগয়াল জং, পুনাখা জং, দোচু-লা পাসসহ ভূটানের অসাধারণ সব জায়গা ঘুরতে পারেন ১০ দিনের প্ল্যানেই।

 

3.ভিসা ছাড়া যে দেশগুলোতে ভ্রমণ করা যায়!(প্রথম পর্ব)

ফিজি: দ্বীপ রাষ্ট্র হিসেবে খ্যাত প্রশান্ত মহাসাগরীয় দেশ ফিজি। যদি সমুদ্র ভালোবাসেন তাহলে দেশটি ঘুরে আসতে পারেন। বিলাসবহুল প্রমোদতরীতে ভ্রমণের জন্য দেশটি বিখ্যাত।

 

4.ভিসা ছাড়া যে দেশগুলোতে ভ্রমণ করা যায়!(প্রথম পর্ব)

হাইতি: পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের স্বাধীন দ্বীপরাষ্ট্র হাইতি আপনাকে ৯০দিন ভ্রমণের সুযোগ দিবে কোনো ভিসা ছাড়াই! হাইতির রাজনৈতিক অস্থিতিশীলতার ইতিহাস দীর্ঘ। দেশটিতে অনেকগুলি স্বৈরশাসক শাসন করেছেন। এদের মধ্যে ফ্রঁসোয়া দুভালিয়ে-র নাম উল্লেখযোগ্য। ২১শ শতকের প্রারম্ভে এসে হাইতি একটি গ্রহণযোগ্য সরকার প্রতিষ্ঠা এবং জনগণের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা উন্নয়নের চেষ্টা করছে।

 

5.ভিসা ছাড়া যে দেশগুলোতে ভ্রমণ করা যায়!(প্রথম পর্ব)

জ্যামাইকা: ১৮০দিন ভিসা ছাড়া কাটিয়ে আসতে পারেন উইসান বোল্টের দেশ জ্যামাইকাতে! তবে অপ্রতিরোধ্য দারিদ্র্য, ডাকাতি এবং ছুরিকাঘাতের অসংখ্য ঘটনা পর্যটকদের কাছে জ্যামাইকাকে ভয়ঙ্কর করে তুলেছে। জ্যামাইকা ভ্রমণের ক্ষেত্রে আপনাকে অবশ্যই বস্তির ছোট বাজার এবং দরিদ্র জনগোষ্ঠিকে এড়িয়ে চলতে হবে। তাহলে আপনি ব্লু হোল, সেভেন মেইল বীচ, ওয়াইএস ফলস, ডলফিনের সাঁতার ইত্যাদি উপভোগ করতে পারবেন। দেশটিতে গ্রুপ বা দল বেঁধে ভ্রমণ করা নিরাপদ হবে।

 

6.ভিসা ছাড়া যে দেশগুলোতে ভ্রমণ করা যায়!(প্রথম পর্ব)

ত্রিনিদাদ অ্যান্ড টোবাকো: দেশটি প্রাণীসম্পদের জন্য বিখ্যাত। এখানে ৪৬৭ প্রজাতির পাখী, ১০০ প্রজাতির স্তন্যপায়ী, ৯০ প্রজাতির সরীসৃপ আর ৩০ প্রজাতির উভচর প্রাণী দেখা যায়। এছাড়া ৫০ রকমের মিঠা জলের মাছ আর ৯৫০ রকমের নোনা জলের বা সামুদ্রিক মাছ পাওয়া যায়। ভাবলে বিস্মিত হবার মতোই। এছাড়াও টোবাগোতে ৬৫০ রকমের প্রজাপতি দেখতে পাওয়া যায়। এছাড়া দেশটির সংস্কৃতি অনেকটা ব্রাজিলের মতো।

 

7.ভিসা ছাড়া যে দেশগুলোতে ভ্রমণ করা যায়!(প্রথম পর্ব)

বারবাডোজ: প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি এই ক্যারিবিয়ান দেশটি। নিশ্চিন্তে ১৮০দিন ভিসা ছাড়া কাটিয়ে আসতে পারেন দেশটিতে। যদি আপনি সমুদ্রে সার্ফিং করতে ভালোবাসেন, তাহলে জীবনে একবার হলেও দেশটি ঘুরে আসবেন!

 

8.ভিসা ছাড়া যে দেশগুলোতে ভ্রমণ করা যায়!(প্রথম পর্ব)

ডোমিনিকা রিপাবলিক: ডোমিনিকার জলবায়ু বৃষ্টিবহুল। এছাড়া এখানকার সমুদ্রসৈকত আকারে ছোট বলে অন্যান্য ক্যারিবীয় দ্বীপের তুলনায় এখানে পর্যটকরা কম বেড়াতে আসেন। তবে এর অতিবৃষ্টি অরণ্য, উষ্ণ প্রস্রবণ এবং জলপ্রপাত পর্বতারোহী ও প্রকৃতিপ্রেমীদের আনন্দ দেয়। উপকূলের কাছে অবস্থিত প্রবাল প্রাচীর ডুব সাঁতার ও স্কুবা ঝাঁপ দেয়ার উপযোগী।

 

9.ভিসা ছাড়া যে দেশগুলোতে ভ্রমণ করা যায়!(প্রথম পর্ব)

বাহামা: বাহামা দ্বীপপুঞ্জের অবস্থান, জলবায়ু ও ভূগোল এটিকে পর্যটকদের একটি জনপ্রিয় গন্তব্যস্থলে পরিণত করেছে। উষ্ণ উপসাগরীয় স্রোতের কাছে অবস্থিত হওয়ায় সারা বছরই এখানকার জলবায়ু খুব মৃদু। এখানে নীল সমুদ্রের পাশে অনেক সুন্দর সমুদ্র সৈকত অবস্থিত। যুক্তরাষ্ট্র ও আরও দূরের দেশ থেকে প্রতি বছর হাজারো পর্যটক এখানে বেড়াতে আসেন। দেশটিতে ভিসা ছাড়া ঘুরে বেড়াতে পারেন।

 

গ্রেনাডা: গ্রেনাডা ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র। ভ্রমণের জন্য খুব বেশি আকর্ষণীয় নয় দেশটি।

 

11.ভিসা ছাড়া যে দেশগুলোতে ভ্রমণ করা যায়!(প্রথম পর্ব)

সেন্ট কিটস অ্যান্ড নেভিস: সেন্টস কিটস অ্যান্ডস নেভিস ওয়েস্ট ইন্ডিজের একটি দ্বীপ রাষ্ট্র। ভ্রমনের জন্য দেশটি খারাপ না। সেন্ট কিটস যেতে বাংলাদেশিদের কোনো ভিসা লাগেনা। তাই প্রতিবছর বাংলাদেশ থেকে অনেকেই গিয়ে থাকে। যদিও ভিসা মাত্র ৩ মাসের জন্য পাবেন।

 

12.ভিসা ছাড়া যে দেশগুলোতে ভ্রমণ করা যায়!(প্রথম পর্ব)

সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস: ভ্রমনের জন্য খুব বেশি আকর্ষনীয় নয় দেশটি। তবে এই দ্বীপে আপনি যেতে পারেন শুধুমাত্র সংস্কৃতি পর্যবেক্ষণ করতে!

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –