• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

ভুরুঙ্গামারী পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২০  

কুড়িগ্রামে এসো মিলি প্রাণে প্রাণে স্লোগানকে সামনে রেখে ভুরুঙ্গামারী পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন করা হয়েছে। রবিবার সকাল ৯টায় ভূরুঙ্গামারী পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এ শতবর্ষ  উদযাপন করা হয়। পরে একটি শোভাযাত্রা বের করে অনুষ্ঠান উদযাপন কর্তৃপক্ষ। এর আগে সকাল নয়টায় জাতীয় পতাকা ও উত্‍সব পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারমাইকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার মো: মোজাম্মেল হক। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্য মন্ত্রী টিপু সুলতান । বাণিজ্যমন্ত্রী বলেন, কুড়িগ্রামে একটি কৃষি বিশ্ববিদ্যালয় খুব শিঘ্রই প্রতিষ্ঠিত করা হবে।

বিশেষ অতিথি ছিলেন নাগেশ্বরী-ভূরুঙ্গামারী আসনের সংসদ সদস্য আসলাম হোসেন সওদাগর, জেলা পরিষদের চেয়ারম্যান মো: জাফর আলী, কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নূরুন্নবী খোকন চৌধরী, উপজেলা নির্বাহী অফিসার এএইচএম মাগফুরুল হাসান আব্বাসি ও প্রধান শিক্ষক শাহজাহান আলী। 

দুই দিনের অনুষ্ঠানের প্রথম দিনে স্মৃতি আলোচনায় প্রাক্তন ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা বীরবল, আবু ইব্রাহিম, সাবেক অধ্যক্ষ জলিল সরকার, এচাহক আলী, সুবক্তোকিন মাষ্টার প্রমুখ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –