• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

মাত্র ৬ ভোটে জিতে গেলেন ইমরান

প্রকাশিত: ৭ মার্চ ২০২১  

পাকিস্তানের সংসদে অনুষ্ঠিত আস্থা ভোটে জিতেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। মাত্র ছয় ভোটে ব্যবধানে জিতে গেছেন তিনি। শনিবার দুপুরে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তানের সংবিধানে (৯১) অনুচ্ছেদের ধারা অনুযায়ী, দেশটির প্রধানমন্ত্রীর উপর আস্থা প্রকাশ করেছে। সাধারণ সংখ্যাগরিষ্ঠতার জন্য ৩৪২ সদস্যের হাউসে মোট ১৭২ ভোটের প্রয়োজন ছিল। তিনি পেয়েছেন ১৭৮ ভোট। মাত্র ছয় ভোটে জিতে নিজের প্রধানমন্ত্রীত্ব টিকিয়ে রাখলেন তিনি।

তবে বিরোধীদল এই ভোটের ফলাফল বর্জন করেছে। সরকারের অর্থমন্ত্রী সিনেট আসনে এ সপ্তাহের প্রথমদিকে হেরে যাওয়ার পর ইমরান খান নিজে থেকেই সংসদে আস্থা ভোটের আয়োজন করেন।

সূত্র: রয়টার্স

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –