• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

মানবাধিকার উন্নয়নে ঢাকা ওয়াশিংটন একসঙ্গে কাজ করবে

প্রকাশিত: ৫ জুন ২০২২  

সুশাসন, মানবাধিকার ও শ্রম অধিকার পরিস্থিতির উন্নতি নিয়ে বাংলাদেশের সঙ্গে এক সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। এই বিষয়ে বাংলাদেশেরও আগ্রহ রয়েছে। গত শুক্রবার ওয়াশিংটনে প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রিন্সিপাল ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি এ্যাডভাইজার জন ফিনারের এ বিষয়ে আলোচনা হয়।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় শ্রম অধিকার ও মানবাধিকার পরিস্থিতি উন্নয়নের জন্য বাংলাদেশ বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে এবং যুক্তরাষ্ট্র ও অন্যান্য উন্নয়ন অংশীদারদের এ বিষয়ে স্বীকৃতি দেয়ার ওপর জোর দেন সালমান রহমান। র‌্যাব এবং এর কর্মকর্তাদের ওপর দেয়া নিষেধাজ্ঞা নিয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হয় এবং সালমান রহমান যত শীঘ্র সম্ভব নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ করেন।

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীর বিষয়ে ফিনারের মনোযোগ আকর্ষণ করেন সালমান রহমান এবং তাকে দ্রুত ফেরত পাঠানোর জন্য সহযোগিতা চান।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –