• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

মার্চেই আসছে ৫৭ হাজার শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি

প্রকাশিত: ২১ মার্চ ২০২১  

শূন্যপদের তথ্য সংশোধনের কাজ শেষে চলতি মাসেই ৫৭ হাজার শিক্ষক নিয়োগ সুপারিশের লক্ষ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এরই মধ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে শিক্ষা মন্ত্রণালয় অনুমতি প্রদান করেছে।

শনিবার এ তথ্য জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন।

তিন বলেন, দ্রুত সময়ের মধ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে চেষ্টা করা হচ্ছে। গত বুধবার এ বিষয়ে টেকনিক্যাল সাপোর্ট দিতে টেলিটকের সঙ্গে আলোচনা করেছি। টেলিটক আমাদের সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছে।

তিনি আরো বলেন, প্রতিষ্ঠান প্রধানরা আমাদের কাছে শূন্যপদের যে তথ্য পাঠিয়েছেন সেটি যাচাই-বাছাইয়ের কাজ চলছে। হালনাগাদকৃত তথ্য পেলে সেগুলো আমরা নথিভুক্ত করব। ৫৭ হাজারের বেশি তথ্য নথিভুক্ত করতে সময়ের প্রয়োজন। তবে সবকিছুই দ্রুত করতে চাই আমরা। আমাদের কাজ শেষ পর্যায়ে আছে। আশা করছি, চলতি মাসেই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা যাবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –