• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৯  

অর্থ পাচার মামলায় মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনকে পাঁচ বছর কারাদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার তার এই শাস্তি ঘোষণা করেন আদালত। গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের আগ পর্যন্ত দীর্ঘ পাঁচ বছর ভারত মহাসাগরের দ্বীপদেশটিকে কঠোর হাতে শাসন করেন তিনি। খবর এএফপির।

সেই সঙ্গে দুর্নীতি ও অর্থ পাচারের মতো গুরুতর অপরাধে জড়িয়ে পড়েন। নির্বাচনে হেরে যাওয়ার আগেই এ নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে।

মামলার পর চলতি বছরের ফেব্রুয়ারিতে তাকে গ্রেফতার করা হয়। সেই সঙ্গে ৬৫ লাখ ডলারসহ তার কয়েকটি ব্যাংক হিসাব জব্দ করে সরকার।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –