• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

মাশরাফি-সাকিবের নেতৃত্ব পছন্দ আল-আমিনের

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮  

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে স্মরণীয় জয় পেল বাংলাদেশ। জয়ের আনন্দে এখনো উদ্বেলিত ক্রিকেটপ্রেমীরা। আর এরই মধ্যে অনুভূতি ও অভিজ্ঞতা ভাগ করে নিতে  কথা হয় এক তারকা ক্রিকেটারের। যার অভিষেকও হয়েছিল টেস্ট ক্রিকেটের মাধ্যমেই। তিনি ঝিনাইদহের ছেলে ও ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার আল-আমিন হোসেন।

 আড্ডার সময় আল-আমিনের মন ছিল যেন খেলার মাঠেই। তারপরেও স্বভাব সুলভ জানান তিনি, ‘ভালো আছি’। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নয় বছর পর টেস্টে জয় পেল বাংলাদেশ- এ সম্পর্কে আল-আমিন বলেন, এটা একটা স্মরণীয় জয়। এ জয়টা দরকার ছিল। বাংলাদেশ টেস্টে ভালো করা শুরু করেছে। এর ধারাবাহিকতা থাকবে আশা করি।

আপনি কোন ফরমেটে খেলতে স্বাচ্ছন্দ বোধ করেন?

আল-আমিন: আমি আসলে সব ফরমেটেই খেলেত পছন্দ করি। স্পেসেফিক কোনো ফরমেটে নয়।

অনেক দিন হলো আপনি জাতীয় দলের বাইরে। দলে ফেরার ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী?

আল-আমিন: যথেষ্ট আত্মবিশ্বাসী। ইনশাআল্লাহ্‌ খুব শিগগিরই দলে ফিরবো।

দলে ফেরার জন্য কি করছেন?

আল-আমিন: আমি যথেষ্ট প্রাক্টিসের ওপর আছি। নিয়মিত প্রাক্টিস ম্যাচগুলো খেলছি।

বর্তমানে এইচপি দলে আছেন, এখানে নিজেকে কতটা মেলে ধরতে পারছেন?

আল-আমিন: প্রথমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ, আমাকে হাই-পারফোর্মেন্স দলে খেলার সুযোগ দেয়ার জন্য। এখানে নিয়মিত খেলছি। বাংলাদেশ জাতীয় লিগ, জাতীয় ক্রিকেট লিগে ভালো করছি।

ওয়ানডে অধিনায়ক মাশরাফির রাজনীতি নিয়ে কিছু বলুন...

আল-আমিন: মাশরাফি ভাই একজন বড় লিডার। তিনি বড় ভাই, সহযোদ্ধা। ক্রিকেটারও। খেলার পাশাপাশি তাদেরও রাজনীতিতে আসা উচিত মনে করি। আর মাশরাফি ভাই তাই করছে। তাকে ধন্যবাদ আর তার জন্য শুভ কামনা।

কার নেতৃত্বে খেলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন?

আল-আমিন: আমি সাধারণত মাশরাফি ভাই ও সাকিব ভাই দু’জনের নেতৃত্বই পছন্দ করি। আর তাদের নেতৃত্বে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করি।

সামনেই ক্রিকেট বিশ্বকাপ। বিশ্বকাপ নিয়ে আপনার ভাবনা কি?

আল-আমিন: বাংলাদেশ ওয়ানডেতে বরাবর বেশ ভালো। তাই আমাদের সামনে বড় একটা সুযোগ। পারফর্মেন্স যেমন আছে এমন থাকলে সেমিফাইনাল বাঁ ফাইনালে যাওয়া সম্ভব।

বিশ্বকাপে সুযোগ পাওয়ায় কতটা আত্মবিশ্বাসী?

আল-আমিন: আমি মনে করি বিশ্বকাপ অনেক বড় একটা প্লাটফর্ম। এখানে অভিজ্ঞতার দাম অনেক। আমি আগেও আন্তর্জাতিক ম্যাচ খেলেছি। তাই মনে করি সুযোগ পাবো। জাতীয় পতাকা বুকে নিয়ে খেলতে নামার ইচ্ছা সবার। আর এর অনুভূতিটা আসলে বোঝানো যাবে না।

 কোনো বার্তা দিতে চান ক্রিকেট সমর্থকদের?

আল-আমিন:  আমি ক্রিকেট সমর্থকদের বলতে চাই- আপনারা আছেন বলেই আমরা আজ এত বড় হতে পেরেছি। আপনাদের কাছে একটাই অনুরোধ কোনো কিছু যাচাই-বাছাই না করে আমাদের ভুল বুঝবেন না। তবে আমরাও মানুষ আমাদেরও ভুল হয়।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –