• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

মাশরাফীর পরিবারের ২ সদস্যের করোনা জয়

প্রকাশিত: ২৫ জুন ২০২০  

কিছুদিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা। তিনি ছাড়া তার ভাই মোরসালিন, শ্বাশুড়ি ও স্ত্রীর বড় বোন করোনায় আক্রান্ত হয়েছিলেন। এদের মাঝে দুইজন করোনা থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন।

বৃহস্পতিবার মাশরাফীর সহধর্মিণী সুমি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি বলেন, 'আলহামদুলিল্লাহ, আজ আম্মু (মাশরাফীর শ্বাশুড়ি) ও বড় আপার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। আল্লাহ পাকের অনেক বেশি রহমত রয়েছে আমাদের ওপর।' 

পরিবারে এখন আর মাত্র দুইজন সদস্য অর্থাৎ মাশরাফী ও মোরসালিন করোনায় আক্রান্ত আছেন জানিয়ে সুমি আরো লেখেন, 'এখন বাকি শুধু দুই জন। আল্লাহ ভরসা।'

করোনাভাইরাসের শুরু থেকেই অসংখ্য মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা। তিন দিন আগে গুজব রটেছিল যে তার স্বাস্থ্যের অবস্থার অবনতি হয়েছে। তবে নিজ বাসায় আইসোলেশনে থাকা মাশরাফী এখনো স্বাভাবিক আছেন বলে জানা গেছে। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –