• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

মাস্ক নিয়ে পেঁয়াজের মতো ব্যবসা হলে অভিযানের নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত: ৯ মার্চ ২০২০  

মাস্ক ব্যবহারে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হচ্ছে। তবে মাস্ক নিয়ে পেঁয়াজের মতো ব্যবসা হচ্ছে কি না সে বিষয়ে তদারকি করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আরো বলা হয়েছে, কেউ যাতে বেশি দাম না নিতে পারেন এবং মজুত না করতে পারেন এ জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে হবে।

সোমবার করোনাভাইরাস প্রতিরোধে নেয়া পদক্ষেপ- সম্পর্কিত প্রতিবেদনের ওপর শুনানিতে আদালত এসব কথা বলেন। বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই শুনানি হয়।

এছাড়া হাইকোর্ট এলাকায় লোক সমাগম ঠেকাতে কি করা- সে বিষয়ে সিনিয়র আইনজীবীদের পরামর্শ চেয়েছেন প্রধান বিচারপতি। তিনি বলেন, চিকিৎসকের পরামর্শ আইনজীবীসহ সবাইকে মেনে চলতে হবে।

করোনাভাইরাস চিহ্নিত হওয়ার পরপরই বাজারে স্যানেটাইজার ও মাস্ক মিলছেনা বলেও উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, করোনা প্রস্তুতিতে আমাদের ব্যাপক ঘাটতি রয়েছে।

এদিকে, আপিল বিভাগে আপাতত লোক সমাগম কমানোর আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –