• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

মিঠাপুকুরের কাফ্রিখাল ইউপি উপ-নির্বাচন আগামী ৩০ ডিসেম্বর

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০১৯  

রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমাদানের শেষ দিন মঙ্গলবার বিকেল ৫ টার মধ্যে মোট ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

তারা হলেন- আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ও মরহুম চেয়ারম্যান আশরাফুল ইসলামের কনিষ্ঠ ছেলে মাহমুদুল হাসান, সতন্ত্র প্রার্থী মোকছেদুল ইসলাম, হাফিজুর রহমান, বাবলুর রহমান ও ইলিয়াছ মিয়া।

উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, ৬নং কাফ্রিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলামের আকষ্মিক মৃত্যুতে চেয়ারম্যানের পদটি শুন্য হয়ে পড়ে। আগামী ৩০ ডিসেম্বর ওই ইউনিয়নে উপ-নির্বাচনের জন্য তফশীল ঘোষাণা করা হয়। 

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র কেনেন। মঙ্গলবার জমাদানের শেষ দিনে ৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

উপজেলা নির্বাচন অফিসার এমএ হান্নান বলেন, কাফ্রিখাল ইউপির উপ-নির্বাচন সুষ্ঠভাবে অনুষ্ঠানের লক্ষে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –