• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

মুক্তি পেয়েছে পাঠশালা

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০১৮  

দেশে মুক্তির আগে জার্মানি, কানাডা ও ভারতের বিভিন্ন উৎসবে ‘পাঠশালা’ ছবিটি প্রশংসিত হয়েছে। শুক্রবার থেকে রাজধানীর স্টার সিনেপ্লেক্স এবং ব্লকবাস্টার সিনেমাতে ছবিটি প্রদর্শিত হচ্ছে। ১০ বছরের এক মেধাবী পথশিশু মানিকের জীবন জয়ের অদম্য গল্প নিয়ে পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র ‘পাঠশালা’ নির্মাণ করেছেন নির্মাতা জুটি ফয়সাল রদ্দি ও আসিফ ইসলাম।

নির্মাতা জানান, বন্ধুত্ব, প্রত্যাশা আর স্বপ্নপূরণের টানটান গল্প পাঠশালা। ১০ বছরের শিশু মানিক, জীবনের রূঢ় বাস্তবতায় শৈশবেই স্কুল ছাড়তে হয় তার। জীবিকার তাগিদে চলে আসে ঢাকা। কাজ নেয় একটা গাড়ির ওয়ার্কশপে। সেখানে সারা দিন খুঁটিনাটি কাজ, অমানুষিক পরিশ্রম, তবুও স্কুলে পড়ার স্বপ্ন ছাড়ে না মানিক। তার এ স্বপ্নপূরণের লড়াইয়ে এ সময় এগিয়ে আসে আট বছরের আরেক শিশু চুমকি। বিনিময়ে মানিকও তাকে শেখায় ‘বস রনেজ্ঞাবি লাখে’ জাদুমন্ত্র, যা উল্টে দিলে হয় ‘সব বিজ্ঞানের খেলা’।

ছবিটির মাধ্যমে সমাজে একটি বার্তা দিতে চান নির্মাতা। যার মূল স্লোগান, ‘সব মানিকের জন্য স্কুল চাই’। রেডমার্ক প্রোডাকশনের প্রযোজনায় ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী হাবিব আরিন্দা, চুমকির চরিত্রে ইমা আক্তার কথা। অন্য চরিত্রে আছেন নাজমুল হুসেইন রাজু, ফারহানা মিঠু, রুমি হুদা, গাজী ফারুক, তৌফিকুল ইমন ও আমিরুল ইসলাম বাবুসহ অনেকে।

একই দিনে দেশের ৪৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রায়হান রাফী পরিচালিত ‘দহন’ ছবিটি। এতে অভিনয় করেছেন সিয়াম, পূজা, জাকিয়া বারী মমসহ অনেকে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –