• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

মুজিববর্ষ উপলক্ষে পঞ্চগড়ে মার্শাল আর্ট প্রশিক্ষণ

প্রকাশিত: ২ মার্চ ২০২১  

মুজিববর্ষ উপলক্ষে পঞ্চগড় জেলার কন্যারত্নদের আত্মরক্ষার কৌশল ও ক্ষমতায়নের জন্য ব্যুত্থান মার্শাল আর্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়াম মাঠে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার মো. আব্দুল ওয়াহাব ভূঞা।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন। এসময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক আজাদ জাহান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন প্রমূখ।

জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলার শতাধিক কন্যারত্ন এই প্রশিক্ষণে অংশ নেয়। প্রত্যেক উপজেলায় ধারাবাহিকভাবে এই প্রশিক্ষণে সহায়তা দিচ্ছে বিশ্বের পঞ্চম সুপার হিউম্যান সিদ্ধাচার্য ইউরী ব্রজমুণি। প্রশিক্ষক হিসেবে আছে ক্যাপ্টেন (অব:) শাহানাজ জাহান।

গত বছরের ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে নারী উন্নয়নের জন্য উদ্ভাবনী পরিকল্পনা থেকে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন জেলার এক হাজার ৭০০ জন মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীকে বাই সাইকেল উপহার দিয়ে কন্যারত্ন হিসেবে ঘোষণা দেন।

সেই ধারাবাহিকতায় নারীদের ক্ষমতায়ন ও আত্মরক্ষার কৌশল শেখার জন্য ব্যুত্থান মার্শাল আর্ট প্রশিক্ষণ দেয়া হচ্ছে। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –