• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

মুসলিম যাত্রী থাকায় আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট বাতিল

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৯  

এবার যুক্তরাষ্ট্রের বিমান সংস্থা আমেরিকান এয়ারলাইনসের বিরুদ্ধে বর্ণবৈষম্যের অভিযোগ আনা হয়েছে। বিমানে দুজন মুসলিম যাত্রী থাকায় ফ্লাইট বাতিল করার ঘটনা ঘটিয়েছে বিমান সংস্থাটি। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এ তথ্য উঠে এসেছে।

এদিকে এ ঘটনায় আবদের রউফ ও ইসসাম আবদাল্লাহ নামে ওই দুই মুসলিম যাত্রী দেশটির পরিবহন বিভাগের বিরুদ্ধে বর্ণবৈষম্যের অভিযোগ এনেছেন।

জানা গেছে, মধ্যপ্রাচ্যের ওই দুই নাগরিক শনিবার যুক্তরাষ্ট্রের আলাবামা থেকে ডালাস যাচ্ছিলেন। এ সময় ক্রুরা তাদের বিমান থেকে নামিয়ে এফবিআইকে তলব করেন। যদিও পরে পরিবহন নিরাপত্তা কর্তৃপক্ষ ও এফবিআইয়ের তল্লাশিতে তাদের কাছ থেকে কিছুই পাওয়া যায়নি। পরে অন্য বিমানে তারা গন্তব্যে পৌঁছান।

ওই দুই যাত্রীর একজন ইসসাম আবদাল্লাহ বলেন, আমার জীবনে এর চেয়ে বেশি অপমানিত আর কখনো হইনি। এ ঘটনার তদন্ত হওয়া উচিত।

আমেরিকান এয়ারলাইনসের মুখপাত্র লাকেশা ব্রাউন বলেন, বিমানের ক্রু ও অন্য যাত্রীদের আপত্তির কারণে আমরা ফ্লাইটটি বাতিল করেছি।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –