• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

মেসিকে পেছনে ফেলে দুই দশকের সেরা রোনালদো

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২০  

প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ও সাবেক ব্রাজিলিয়ান তারকা রোনালদিনহোকে পেছনে ফেলে গ্লোব সকার অ্যাওয়ার্ডের একুশ শতকের প্রথম দুই দশকের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। 

রবিবার দুবাইয়ে বিভিন্ন ক্যাটাগরিতে সেরাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ২০০১ থেকে ২০২০ সময়ের সেরা ফুটবলারের পুরস্কারে রোনালদো, মেসি, রোনালদিনহোর সঙ্গে আরো ছিলেন লিভারপুলের মোহাম্মদ সালাহ।

এদিকে, একুশ শতকের প্রথম দুই দশকের সেরা কোচ নির্বাচিত হয়েছেন পেপ গার্দিওলা এবং সেরা ক্লাব নির্বাচিত হয়েছে স্পেনিশ ক্লাব রিয়াল মাদ্রিদ।

অসামান্য অর্জনের পর রোনালদো বলেন, এটি এক অসাধারণ অর্জন। সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবে এটি। সেরার স্বীকৃতি পাওয়াটা অনেক সম্মানের। দীর্ঘদিন ধরে সেরা থাকাটা সহজ কাজ নয়। আমি গর্বিত, তবে দল, মহান কোচ ও ক্লাব ব্যতিত এটা কোনোভাবেই সম্ভব নয়।

এদিকে ২০২০ সালের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন বরার্ট লেভানদোস্কি। বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন বায়ার্নের হান্স ফ্লিক। বর্ষসেরা ক্লাব নির্বাচিত হয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –