• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ম্যাচ প্রস্তুতিতে খুশি কর্নওয়ালরা

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২১  

তিন দিনের ট্যুর ম্যাচে সাধারণত ফল হয় না। তবে গতকাল চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে তিন দিনের ম্যাচের দ্বিতীয় দিনশেষে রাকিম কর্নওয়াল ও এনক্রুমা বোনারের হাস্যোজ্জ্বল অভিব্যক্তি মিশে জয়ের আশায়। ৫ উইকেট হাতে নিয়ে এরই মধ্যে ২৭৬ রানের ছোটখাটো বোঝা তৈরি করে ফেলেছে ক্যারিবীয়রা। চাইলে আজ শেষ দিনের শুরুতেই ইনিংস ঘোষণা দিয়ে জয়ের চেষ্টা করতেই পারে সফরকারীরা।

কিন্তু সে সম্ভাবনা গতকালের খেলা শেষেই উড়িয়ে দিয়েছেন এনক্রুমা বোনার, ‘যতক্ষণ সম্ভব ব্যাটিং করে যাব। এ ধরনের কন্ডিশনে ব্যাটিং প্রস্তুতিটা জরুরি।’ এ জাতীয় ম্যাচে হার-জিতে কিচ্ছু যায় আসে না। সফরকারী সব দলই এ ধরনের ম্যাচে মূল লড়াইয়ের মহড়া দেয়। সেটা খারাপ হয়নি ক্যারিবীয়দের। বিসিবি একাদশের প্রথম ইনিংস মাত্র ১৬০ রানে গুটিয়ে দিয়েছে তারা। উপমহাদেশে যে ঘরানার বোলিং অধিনায়কের মুখে হাসি ফোটায়, সেই স্পিনেই স্বাগতিকদের ঘায়েল করেছে ক্যারিবীয়রা।

অফস্পিনার কর্নওয়াল মাত্র ৪৭ রানে নিয়েছেন ৫ উইকেট। আর বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকান ৩ উইকেট নিয়েছেন ২৫ রান খরচে। এরপর প্রথম ইনিংসে ৯৩ রানের অগ্রগামিতা বাড়িয়ে দিনশেষে ক্যারিবীয়রা নিয়ে গেছে ২৭৬ রানে। ওপেনার জন ক্যাম্পবেল (৬৮) ও তিন নম্বরে নামা বোনারের (৮০*) কৃতিত্বে সফরকারীদের দ্বিতীয় ইনিংস এখন থেমে ৫ উইকেটে ১৭৯ রানে।

বোধগম্য কারণেই দিনশেষে হাসিমুখে ক্যামেরার সামনে এনক্রুমা, ‘বাড়তি কিছু করিনি। প্রসেস মেনে ব্যাটিং করেছি।’ বৈশ্বিক ক্রিকেটে প্রচলিত আছে উপমহাদেশের ব্যাটসম্যানরা স্পিন ভালো খেলে। বাংলাদেশি ব্যাটসম্যানরা সে ক্যাটাগরিতে পড়েন। তাই বোলিং সাফল্যের পর কর্নওয়ালের আকর্ণ হাসি, ‘বিশেষ কিছু করিনি। ঠিক জায়গায় বল ফেলে শুধু অপেক্ষায় থেকেছি।’ বিসিবি একাদশের ব্যাটসম্যানরা অবশ্য সাফল্যের জন্য ক্যারিবীয় স্পিনারদের বেশি অপেক্ষায় রাখেননি। মোহাম্মদ নাঈম (৪৫), নুরুল হাসান (৩০) ও টেস্ট ওপেনার শাদমান ইসলামের ধৈর্য (১২৭ মিনিটে ২২ রান) ম্যাচের ফুটনোটেও জায়গা পাওয়ার জোরালো দাবিদার নয়।   

উল্টো দারুণ প্রস্তুতির সুযোগ পেয়ে খুশি আরো লম্বা সময় ব্যাটিং করার আশায় থাকা বোনার, ‘প্রস্তুতি হিসেবে ম্যাচটা আমাদের জন্য ভালো হয়েছে। আশা করছি এমন উইকেটই পাব টেস্ট ম্যাচে, একটু ধীরগতির, বাউন্সও নেই।’ অভিন্ন সুর কর্নওয়ালের কণ্ঠেও, ‘আমিও খুশি। টেস্টে যে রকম উইকেটে খেলা হবে সে রকম উইকেটে ম্যাচ খেলতে পারায় প্রস্তুতিটা ভালো হয়েছে। ৫ উইকেট পেয়েছি। তাতে আত্মবিশ্বাসও পেয়েছি।’

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –