• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

যথাযোগ্য মর্যাদায় পঞ্চগড়ে শেখ কামাল এর জন্ম দিন পালিত

প্রকাশিত: ৫ আগস্ট ২০২১  

পঞ্চগড়ে জাতীর জনক বঙ্গবন্ধ শেখ মুজিুর রহমানের-এঁর জ্যেষ্ঠ পুত্র বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ক্রীড়াবিদ শেখ কামাল-এর ৭২ তম জন্মদিন পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল -৯টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যলয় চত্ত্বরে শেখ কামাল এর অস্থায়ী প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়।

প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম. এর পর পরেই বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় পুলিশ সুপার ইফসুফ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক আজাদ জাহান,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যন আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদনের পর শেখ কামাল এর জীবনি নিয়ে আলোচনা ও বঙ্গবন্ধরু স্বপরিবারে আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –