• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

যুক্তরাষ্ট্রের নৌঘাঁটিতে হামলা, বন্দুকধারীসহ নিহত ৪

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০১৯  

যুক্তরাষ্ট্রের একটি নৌঘাঁটিতে শুক্রবার এক বন্দুকধারীর হামলা চালিয়েছে। এতে অন্তত তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওই ঘাঁটিতে হামলার পর পাল্টা গুলিতে বন্দুকধারীও নিহত হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স।

এর আগে গত বুধবার যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ পার্ল হারবার নৌঘাঁটিতে বন্দুক হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় আহত হয় অন্তত তিনজন। পরে নিজের গুলিতে আত্মহত্যা করে হামলাকারী নাবিক।

এর মাত্র দুই দিনের মাথায় শুক্রবার সকালে নৌবাহিনীর পেনসাকোলা এয়ার স্টেশনে হামলা চালায় এক বন্দুকধারী। স্থানীয় শেরিফের কার্যালয় থেকে জানানো হয়েছে, ঘাঁটির একটি ক্লাসরুমে গোলাগুলির ঘটনা ঘটে। পরে পাল্টা গুলিতে হামলাকারী নিহত হয়। তবে হামলাকারীর পরিচয় প্রকাশ করা হয়নি।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –