• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

রংপুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধঃ মৃতের সংখ্যা বেড়ে ৭, চিকিৎসাধীন ৩২

প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২০  

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের বার্ন অ্যান্ড সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় সামছুন নাহার নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে। রংপুরে শীতের তীব্রতায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে, চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ নিয়ে চলতি শীত মৌসুমে গত ১৮ দিনে আগুনে দগ্ধ হয়ে রমেক হাসপাতালে মৃতের সংখ্যা দাঁড়াল ৭ জনে। এর মধ্যে ৬ জন নারী ও এক শিশু রয়েছে। বর্তমানে হাসপাতালের বার্ন অ্যান্ড সার্জারি বিভাগে এই শীতে দগ্ধ হয়ে ৩২ জন চিকিৎসাধীন রয়েছে।

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের বার্ন অ্যান্ড সার্জারি ইউনিটের বিভাগীয় প্রধান এমএ হামিদ পলাশ জানান, তীব্র শীতে উষ্ণতা পেতে আগুন পোহাতে গিয়ে দিনাজপুরের খানসামা উপজেলার গৃহবধূ সামছুন নাহার দগ্ধ হয়েছিলেন। গত ২২ ডিসেম্বর রংপুর মেডিকেল কলেজে তাকে ভর্তি করা হয়। টানা ১৭ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার বিকেলে তার মৃত্যু হয়। সামছুন নাহারের শরীরের বেশিরভাগ অংশ আগুনে পুড়ে গিয়েছিল।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –