• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

রংপুরে করোনায় একজন আক্রান্ত: ৮ বাড়ি লকডাউন

প্রকাশিত: ৪ এপ্রিল ২০২০  

রংপুরে করোনা আক্রান্ত ব্যাক্তির সংস্পর্শে যাওয়ায় লাল পতাকা উড়িয়ে দিয়ে আট বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) দুপুরে সদর উপজেলার সদ্যপুস্করিণী ইউনিয়নের জানকি ধাপের হাট এলাকায় ৮টি বাড়ি লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। লকডাউন ঘোষণা করা পরিবারের এক বৃদ্ধা করোনা আক্রান্ত হওয়া এবং তার সংস্পর্শে আসায় জেলা সিভিল সার্জন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই এলাকায় গিয়ে আটটি বাড়ি লকডাউন ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন হিরম্ব কুমার রায় বলেন, আক্রান্ত ওই ব্যক্তির বয়স ৫০ বছর। তিনি ঢাকায় কাওরান বাজারের একটি সবজি বাজারে নৈশপ্রহরী হিসেবে ১০ বছর ধরে কাজ করতেন। গত রোববার ট্রাকে করে ঢাকা থেকে নিজ বাড়িতে আসছিলেন। এসময় বগুড়ায় পৌঁছে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে খবর পেয়ে ওই দিন তার জামাই বগুড়ায় তাকে দেখতে যান। পরে বুধবার আইইডিসিআর থেকে তার নমুনা সংগ্রহ করা হয়। এতে তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। পরবর্তীতে তার জামাই শ্বশুরবাড়ি জানকি ধাপের হাটে অবস্থান করায় ওই বাড়িসহ আশপাশের আটটি বাড়ি লকডাউন করা হয়।

এদিকে গতকাল শুক্রবার আইইডিসিআর এর প্রকাশিত মানচিত্রে রংপুর জেলায় একজন আক্রান্ত হওয়ার কথা বলা হলেও স্থানীয় প্রশাসন বিষয়টি জানেনা বলে সাংবাদিকদের জানান। এ নিয়ে ধোয়াশা তৈরি হলে জনমনে আতঙ্ক তৈরি হয়। অবশেষে আজ স্থানীয় প্রশাসনের লকডাউনের ঘোষণা আসার পর বিষয়টি নিয়ে ধোঁয়াশা কেটে গেলো।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –