• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

রংপুরে গণিত অলিম্পিয়াডে সেরা দশের ৭ জনই হাবিপ্রবির শিক্ষার্থী

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৯  

১১শ জাতীয় স্নাতক গনিত অলিম্পিয়াড-২০১৯ (রংপুর জোন) এ সেরা দশের ৭ জনেই হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থী। তারা ১ম, ৩য়, ৬ষ্ট,৭ম, ৮ম,৯ম ও ১০ম স্থান অধিকার করেছে। শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ১০ টায় এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের পৃষ্ট পোষকতায় ও বাংলাদেশ গনিত সমিতির আয়োজনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্টিত হয় রংপুর অঞ্চলের এ অলিম্পিয়াড।এ সময় ৩ টি কলেজ ও ২ টি বিশ্ববিদ্যালয় থেকে মোট ২০০ জন শিক্ষার্থীর অংশগ্রহন করেন।

হাবিপ্রবি থেকে ৩৪ জন শিক্ষার্থীর ৭ জনেই সেরা দশে জায়গা করে নিয়েছেন।তার হলেন, মো. শাহাজাহান(১ম), জেবা(৩য়) ফারেহা, রিসাত হোসাইন(৬ষ্ট), আরমিনা রহমান(৭ম),।সুজন মিয়া(৮ম),আবু সায়েম(৯ম), ববিতা রানী রায়(১০)। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ।

উল্লেখ যে , আঞ্চলিক অলিম্পিয়াড শেষে ১৩ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে,উক্ত অলিম্পিয়াডে অংশ নিবে হাবিপ্রবি।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –