• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

রংপুরে ট্রাক-ট্রাংকলরি মালিকদের নতুন সমিতির আত্মপ্রকাশ

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮  

আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করলো রংপুর জেলা ট্রাক, ট্রাংকলরি কাভার্ডভ্যান ও ট্রাক্টর মালিক সমিতি নামের একটি অরাজনৈতিক সংগঠন। শুক্রবার (২৩ নভেম্বর ২০১৮) বেলা ১১ টায় রংপুর মহানগরীর তাজহাটে সংগঠনের নিজস্ব কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক পদযাত্রার ঘোষণা দেন সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুল আলম।

মালিক ও শ্রমিকের মধ্যে সুসম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করে আশরাফুল আলম বলেন, নিয়মতান্ত্রিক ও আইনের বিধান সঠিকভাবে পালন করে পরিবহন পরিচালনার মাধ্যমে নিরাপদ সড়ক প্রতিষ্ঠার লক্ষ্যেই এ সংগঠনটির আত্মপ্রকাশ।

এসময় উপস্থিত ছিলেন উত্তরাঞ্চলের প্রবীণ শ্রমিক সংগঠক সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা খন্দকার গোলাম মোস্তফা বাটুলসহ সংগঠনের অন্যান্য সদস্য ও রংপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –