• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

রংপুরের হারাগাছ থেকে ৭ লাখ ৭০ হাজার জাল ব্যান্ডরোল উদ্ধারঃ আটক ৩

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০১৯  

রংপুর মেট্রোপলিটন এলাকার হারাগাছ থানা কর্তৃপক্ষ ৭ লাখ ৭০ হাজার জাল ব্যান্ডরোল উদ্ধার করেছে। সে সময় ৩ ব্যক্তিকে এই কাজের সাথে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়।

গতকাল সোমবার রাত আনুমানিক সাড়ে আটটায়, থানা পুলিশ অভিযান চালিয়ে পশ্চিম পোদ্দারপাড়া থেকে তাদের গ্রেফতার করে। জাল ব্যান্ডরোলসহ গ্রেফতার ৩ ব্যক্তি হলেন- মোঃ আ: জলিল, সোনালী বেগম ও সুলতানা বেগম। তাদের তিন জনের স্বীকারোক্তিতে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল উদ্ধার করা হয়।

এ ব্যাপারে হারাগাছ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাজমুল। তিনি জানান, সোমবার রাতে অভিযান চালিয়ে ৭ লাখ ৭০ হাজার নকল ব্যান্ডরোলসহ ওই তিন জনকে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে এ ধরণের নকল ব্যান্ডরোল সরবরাহ করে আসছে। এ ঘটনায় এসআই মমিনুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –