• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

রমেক হাসপাতাল থেকে বেড পাচারকালে চিকিৎসক আটক

প্রকাশিত: ১৬ জুন ২০২১  

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বেড পাচারকালে হাসপাতালের এক চিকিৎসককে বেডসহ আটক করা হয়েছে। বুধবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ সংলগ্ন পূর্ব গেট এলাকায় এ ঘটনা ঘটে। 

পূর্ব গেট এলাকার বাসিন্দা আবু হানিফ জানান, বুধবার দুপুরের দিকে একটি ভ্যানে করে হাসপাতালে রোগীদের থাকার জন্য একটি নতুন বেড নিয়ে যাবার সময় বেশ কয়েকজন ভ্যানটি আটক করে। 

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের মেডিকের অফিসার ডা. একে এম শাহীনুর রহমান জানান, তিনি তার মায়ের চিকিৎসার জন্য বেডটি হাসপাতাল থেকে তার বাড়িতে নিয়ে যাচ্ছেন বলে জানান। এরপর তার কাছে এ সংক্রান্ত কাগজ দেখতে চাইলে তিনি তা দেখাতে না পারায় বেডসহ তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপপাতালে পরিচালকের কাছে সোপর্দ করা হয়। 

ঘটনার সত্যত্যা স্বীকার করে হাসপাতালে পরিচালক ডা. রেজাউল করিম বলেন, সরকার হাসপাতালের বেড বাইরে নেয়ার কোনো নিয়ম নেই। বিষটি তদন্ত করে চিকিৎসকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –