• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত আইজিপির সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২০  

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এর সঙ্গে বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (ইন্সপেক্টর জেনারেল- আইজিপি) ড. বেনজীর আহমেদ সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার বিকেলে বঙ্গভবনে এ সাক্ষাৎ করেন।

পুলিশ সদর দফতরের জনংযোগ কর্মকর্তা এআইজি সোহেল রানা এ তথ্য জানান।

তিনি জানান, আইজিপি বাংলাদেশ পুলিশের চলমান কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি তার দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেন।

রাষ্ট্রপতি বর্তমান করোনা সংক্রমণ পরিস্থিতিতে পুলিশ সদস্যদের ভূমিকার প্রশংসা করেন। তিনি সাধারণ জনগণের পাশে থেকে এভাবে দায়িত্ব পালন অব্যাহত রাখার আহ্বান জানান। 

তিনি পুলিশকে আরো জনবান্ধব করে গড়ে তোলার জন্য নবনিযুক্ত আইজিপিকে নির্দেশনা প্রদান করেন।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিব ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –