• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

রাস্তায় ফেলে যাওয়া বৃদ্ধা মাকে পরিবারের হাতে তুলে দিলেন দুই এসপি

প্রকাশিত: ৯ জুলাই ২০২০  

কুড়িগ্রাম ও লালমনিরহাটের এসপির উদ্যোগে রাজারহাটের এক বৃদ্ধাকে উদ্ধার করা হয়েছে। পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া তথ্যের ভিত্তিতে ওই বৃদ্ধাকে উদ্ধার করে পুলিশ । 

পুলিশ সূত্র জানায়, ওই বৃদ্ধার নাম জহুরুন বেওয়া। তিনি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউপির সহিদর মাজারপাড়া গ্রামের আবদুল জব্বারের স্ত্রী। তার ছেলে ও ছেলের স্ত্রী তাকে ভরণ-পোষণ দেয় না। এমনকি ১০/১২ দিন আগে বাড়ি থেকে বের করে দেয়। এরপর বড়বাড়ি এলাকার কাঁচাবাজারের পাশে এসে অবস্থান নেন তিনি। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

পরে বিষয়টি লালমনিরহাটের এসপি আবিদা সুলতানার নজরে আসলে ওই বৃদ্ধাকে উদ্ধার করে সেখানকার সদর থানা পুলিশ। এরপর কুড়িগ্রামের এসপি মহিবুল ইসলাম খানের নেতৃত্বে মঙ্গলবার বিকেলে তাকে লালমনিরহাট থানা পুলিশের মাধ্যমে উদ্ধার করে তার নিজ বাড়ি রাজারহাটের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় পুলিশের সঙ্গে ছিনাই ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান বুলু উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে এসপি মহিবুল ইসলাম খান জানান, ওই বৃদ্ধার প্রতি অবিচার করা হয়েছে। তাকে উদ্ধার করে তার নিজ বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে এবং চিকিৎসার জন্য লালমনিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে অর্থ সহায়তা দেয়া হয়েছে। আমাদের কুড়িগ্রাম জেলা পুলিশও যথারীতি তার খোঁজ-খবর রাখছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –