• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

রুশ সেনাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

প্রকাশিত: ৫ মার্চ ২০২২  

রাশিয়ার সেনারা ইউক্রেনের দখলকৃত শহরগুলোতে ধর্ষণ করছেন বলে অভিযোগ করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

শুক্রবার যুক্তরাজ্যের লন্ডনে চ্যাথাম হাউসের এক অনুষ্ঠানে কুলেবা এ অভিযোগ করেন। তবে তার করা এ অভিযোগ রয়টার্সও নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি।

তবে এ অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ নিতে পারেনি কুলেবা।  তিনি বলেন, যখন শহরগুলোতে বোমা পড়ে, যখন সৈন্যরা অধিকৃত শহরগুলোতে নারীদের ধর্ষণ করে তখন আন্তর্জাতিক আইনের দক্ষতা সম্পর্কে কথা বলা কঠিন।

ইংরেজিতে দেওয়া বক্তব্যে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আরে বলেন, যারা এ যুদ্ধকে সম্ভব করেছে তাদের বিচারের মুখোমুখি করা হবে। 

এদিকে কুলেবার দাবির প্রতিধ্বনি করেছেন রাশিয়ার দখল করা খেরসনের এক বাসিন্দা। কৃষ্ণসাগরের তীরবর্তী শহরটির বাসিন্দা স্বেতলানা জোরিনা নামে এক তরুণী মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, দখলদার সৈন্যরা এরই মধ্যে স্থানীয় নারীদের ধর্ষণ করা শুরু করেছে।  বুধবার রাশিয়ার কাছে পতন হয় ইউক্রেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ওই শহরের। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –