• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে গুতেরেসের আহ্বান

প্রকাশিত: ৩ নভেম্বর ২০১৯  

মিয়ানমারকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

শনিবার নিউইয়র্কে এক বক্তৃতায় জাতিসংঘ প্রধান বলেন, রোহিঙ্গাদের সমস্যা সমাধানে মিয়ানমারের সঙ্গে কাজ করার জন্য সুরক্ষা কাউন্সিলের প্রয়োজন। এছাড়াও এই জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থারও উন্নয়ন ঘটাতে হবে। 

ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের একটি প্রতিবেদনে জানানো হয়, মিয়ানমারে হত্যা, গণধর্ষণ, নির্যাতন, জোরপূর্বক বাস্তুচ্যুতকরণসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অধিকার লঙ্ঘনের প্রধান কারণ হচ্ছে দেশটির সামরিক বাহিনী। এই অত্যাচারের কারণে ২০১৭ সালে প্রায় সাত লাখ রোহিঙ্গাকে ওই দেশ থেকে পালিয়ে আসতে বাধ্য করা হয়। 

গুতেরেস বলেন, রোহিঙ্গার মুসলিমরা বর্তমানে বিশ্বের সবচেয়ে দুর্বল জনগোষ্ঠীতে পরিণত হয়েছে। তিনি সম্মান, মর্যাদা ও নিরাপত্তা বজায় রেখে রোহিঙ্গাদের তাদের নিজ বাসভূমিতে ফিরে যাওয়ার সুযোগ করে দেয়ার জন্য মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানান।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –