• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

"লাল-সবুজ" সংগঠনের বৃত্তি প্রদান

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০১৮  

হবিগঞ্জের নবীগঞ্জের চৌধুরী বাজারে শনিবার দুপুরে লাল-সবুজ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি দেয়া হয়েছে।

ইউপি চেয়ারম্যান আবু সিদ্দিকের সভাপতিত্বে ও ইব্রাহিম আহমেদ শাহিন এবং আরিফ হাসনাত ফাহিমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এস.এম. হাবিবউল্লাহ সেলিম।

তিনি বলেন, লাল সবুজ সমাজ কল্যাণ পরিষদ শিক্ষা-স্বাস্থ্য ও সমাজ কল্যাণে অনেক উদ্যোগ বাস্তবায়ন করেছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবীগঞ্জ থানার ওসি মো. ইকবাল হোসেন, নবীগঞ্জ জে.কে সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, নবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমদ চৌধুরী প্রমুখ।

মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের ৯ শিক্ষার্থীকে বৃত্তি ও শিক্ষা উপকরণ দেয়া হয়।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –