• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২০  

লালমনিরহাটের সদর উপজেলার তিস্তা মন্ডলপাড়া এলাকায় মঙ্গলবার দুপুরে ট্রেনা কাটা পড়ে অজ্ঞাত (২৫) এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার(২৭ অক্টোবর) রাত ১০টায় এ তথ্য নিশ্চিত করেছেন লালমনিরহাট জিআরপি থানার উপ-পরিদর্শক(এসআই) রাজিব হোসাইন।

তিনি আরো জানান, সদর উপজেলার তিস্তা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনটি তিস্তা রেলওয়ে স্টেশনের অদূরে মন্ডলপাড়া নামকস্থানে পৌঁছালে ২৫ বছর বয়সী একজন যুবক রেললাইন ক্রসিং করার সময় কাটা পড়েন। এ সময় ওই যুবকের শরীর থেকে ডান হাত বিচ্ছিন্ন হয়ে পড়ে। এছাড়া শরীরে এবং মাথায় যখম হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসা হয়। বুধবার লালমনিরহাট সদর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ময়না তদন্ত করা হবে।

জানতে চাইলে লালমনিরহাট জিআরপি থানার ওসি বাহারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ফোর্স পাঠিয়ে অজ্ঞাত যুবকের লাশটি উদ্ধার করে আনা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বুধবার(২৮ অক্টোবর) লাশের পরিচয় শনাক্তের জন্য ময়না তদন্ত ও ডিএনএ সংরক্ষণ করা হবে। এছাড়াও আমরা বিভিন্ন থানার মাধ্যমে লাশের পরিচয় শনাক্তের জন্য ছবি সহ বেতার বার্তা পাঠিয়েছি।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –