• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

লালমনিরহাটে বিদেশি পিস্তলসহ র‍্যাবের হাতে ধরা খেল অস্ত্র ব্যবসায়ী

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০১৯  

লালমনিরহাটের আদিতমারীতে শনিবার (৭ ডিসেম্বর) রাতে বিদেশি পিস্তলসহ শরিফুল ইসলাম (৩২) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩। গ্রেফতার শরিফুল উপজেলার পলাশী ইউনিয়নের তালুক পলাশী গ্রামের ইয়াকুব আলী ছেলে।

রোববার (৮ ডিসেম্বর) দুপুরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন রংপুর র‍্যাব-১৩ এর মেজর উপ-অধিনায়ক (মিডিয়া অফিসার) গালিব মুহম্মদ নাতিকুর রহমান। এর আগে শনিবার রাতে উপজেলার পলাশী ইউনিয়নের তালুক পলাশী গ্রামে থেকে তাকে আটক করে।

তিনি জানান, দীর্ঘদিন যাবত অস্ত্র চোরাচালানসহ সন্ত্রাসী কার্যকলাপে জড়িত শরিফুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৭ ডিসেম্বর) রাতে উপজেলার পলাশী ইউনিয়নের তালুক পলাশী গ্রামে রংপুর র‍্যাব-১৩ অভিযান পরিচালনা করে। এ সময় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও দুটি মোবাইল ফোনসহ শরিফুল ইসলামকে আটক করা হয়।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সকাল ১১টার দিকে র‌্যাব-১৩ একটি মামলা করে আসামিকে থানায় সোপর্দ করেছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –