• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

লালমনিরহাটে সকল প্রকার যানবাহন প্রবেশ ও বহির্গমন বন্ধ ঘোষণা

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২০  

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় লালমনিরহাট জেলায় সকল প্রকার যানবাহন প্রবেশ ও বহির্গমন বন্ধ ঘোষণা করা হয়েছে। লালমনিরহাটে সকল প্রবেশ এবং বহির্গমন দ্বারগুলোতে চেকপোস্ট স্থাপনের জন্য লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর গতকাল বুধবার সকালে চিঠি ইস্যু করে সাধারণের জন্য এক আদেশ জারি করেন।

আদেশে বলা হয়েছে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান, কৃষিপণ্য ও যন্ত্রপাতির দোকান সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া ওষুধের দোকান, হাসপাতাল ও ক্লিনিক সারাদিন খোলা থাকবে।

এসব প্রতিষ্ঠানকে সামাজিক দূরত্ব বজায় রেখে পরিচালনা করতে বলা হয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দেয়া হয়েছে ওই গণবিজ্ঞপ্তিতে।

লালমনিরহাট জেলা প্রশাসক  আবু জাফর বলেন, জনস্বার্থে বুধবার সকাল থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। সামাজিক দূরত্ব বজায় ও স্বাস্থ্যবিধি মেনে করোনাভাইরাস সংক্রামণ প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহŸান জানান তিনি।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –