• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

শান্তি ও সম্প্রীতির দেশে জঙ্গী বাহিনীর ঠাঁই নেইঃ রেলপথ মন্ত্রী

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৯  

রেলপথ মন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন, বাংলাদেশ শান্তি ও সম্প্রীতির দেশ,এদেশে কোন জঙ্গী বাহিনীর ঠাঁই হবে না। যারাই বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা  হবে।

দেশ এগিয়ে যাচ্ছে,দেশের মানুষ বর্তমানে শান্তিতে বসবাস করছে। তিনি শনিবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার বদ্বেশ্বরী মন্দিরে শান্তি ও সম্প্রীতিমূলক ধর্মসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বদ্বেশ্বরী মন্দির কমিটির সভাপতি নিতীশ কুমার বকশীর সভাপতিতে ধর্মসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন,জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট,উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি ,উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান,বোদা থানার অফিসার ইন চার্জ আবু হায়দার মো.আশরাফুজ্জামান। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –