• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

শারীরিক অবস্থা স্থিতিশীল: হাসপাতাল থেকে ছাড়া পেলেন সোনিয়া

প্রকাশিত: ৩ আগস্ট ২০২০  

দিল্লির হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধীকে। গত বৃহস্পতিবার দলের একটি ভার্চুয়াল বৈঠকের পর অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে নেয়া হয়। তবে শারীরিক অবস্থা সন্তোষজনক হওয়ায় রোববার দুপুরে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।

স্যার গঙ্গারাম হাসপাতালের চেয়ারম্যান ডা. ডিএস রানা বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

হাসপাতালের এক মেডিকেল বুলেটিনে জানানো হয়, ৩০ জুলাই সন্ধ্যায় সোনিয়া গান্ধীকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে রোববার দুপুর ১টায় ছেড়ে দেয়া হলো। হাসপাতালে কিছু রুটিন চেকআপ ও পরীক্ষা করা হয়েছে। বর্তমানে সোনিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎকরা।

এর আগে পাকস্থলীতে সংক্রমণ ধরা পড়ায় গত ফেব্রুয়ারিতেও সোনিয়া গান্ধী গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –