• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

শ্যামা ত্বকের যত্ন

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২২  

শ্যামা ত্বকের যত্ন                             
অহেতুক ফর্সা হওয়া নিয়ে আজকাল খুব কম নারীই ভাবেন। তারা বেশ বুঝতে পেরেছেন ত্বকের উজ্জ্বল রঙ নিয়ে এত মাথা ঘামানোর কিছুই নেই। প্রকৃতির থেকে পাওয়া গায়ের রং-এর যথাযথভাবে যত্ন নিলেই সুন্দর দেখায়। তবে এটুকু তো বোঝা কঠিন কিছু না - শ্যামবর্ণের ত্বকের যত্নের পদ্ধতি অনেকটাই আলাদা।  

শ্যামা ত্বক নিয়ে মন খারাপ নয়তো? মনে রাখবেন, শ্যামলা ত্বকে অনেক দেরিতে বলিরেখা দেখা দেয়। আবার একই সময়ে ব্রণ কিংবা রোদের প্রভাবে দ্রুত দাগ-ছোপ পড়ে। তাই নিজের ত্বকের প্রতি যত্নশীল হোন। সেটা কিভাবে? চলুন জেনে নেই:

শ্যামা
শ্যামা ত্বকে দ্রুত ছোপ পড়ে তাই ত্বক আর্দ্র রাখতে পানি পান করুন
পানি পান করুন বেশি বেশি
যেমনটা বলছিলাম, শ্যামা ত্বকে দ্রুত ছোপ পড়ে। সেজন্যে ত্বক আর্দ্র রাখা দরকার। নিয়মিত পানি পান করুন। তাতে ত্বক ভালো থাকবে।

ময়েশ্চারাইজার ব্যবহার করুন
সবসময় ত্বকের আর্দ্রতা বজায় রাখার চেষ্টা করুন। সেজন্যে ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। হাতের কাছেই গোলাপজল ভরা স্প্রে রাখুন। যখন মনে হবে ত্বক শুকনো লাগছে তখন অল্প স্প্রে করুন। তারপর ময়েশ্চারায়জার লাগান। কিন্তু ত্বক শুকনো লাগছে বুঝবেন কিভাবে? ত্বকে সাদা দাগ লক্ষ্য করলেই বুঝবেন তবে শুষ্কতা ভর করেছে।

ত্বক
ত্বকের পরিচর্যা করলে হলুদ এড়িয়ে চলবেন
সানস্ক্রিন ও হালকা ক্লেনজার ব্যবহার করুন
হালকা কিংবা কম সুগন্ধিযুক্ত ক্লেনজার ব্যবহার করুন। বেশি স্ক্রাব করলে ত্বকের রুক্ষতা বাড়ে। ত্বকের ধুলো-ময়লা আর তেল দূর করতে পারলেই হলো। বাইরে থাকবে, বিশেষত গরমের সময় সানস্ক্রিন ব্যবহার করুন। সানস্কিন প্রয়োজন নেই এমনটা ভাববেন না কখনো।

হলুদ এড়িয়ে চলুন:
ঘরোয়া টোটকায় ত্বকের পরিচর্যা করলে হলুদ এড়িয়ে চলবেন। হলুদ ব্যবহারে ফর্সা ত্বক সুন্দর হয়। কিন্তু শ্যামলা ত্বকে ছোপ ফেলে। তাই হলুদ এড়িয়ে লেবুর রস, টমেটো জ্যুস লাগিয়ে দেখতে পারেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –