• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

সকল দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রস্তুত সরকার- রেলমন্ত্রী

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২০  

রেলপথ মন্ত্রী ও পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন, বন্যাসহ সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের সার্বিক সহায়তায় প্রস্তুত রয়েছে সরকার।

শনিবার দুপুরে জেলার বোদা ও দেবীগঞ্জ উপজেলাধীন এলাকায় সাম্প্রতিককালে আকস্মিক বন্যায় করতোয়া নদী ভাঙন কবলিত এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, নদী ভাঙন একটি প্রাকৃতিক দুর্যোগ, তাই কৃষি জমি ও স্থাপনা রক্ষায় সরকার নানা প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করেছে। নদী ভাঙন এলাকা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন মন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফইজুর রহমান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আব্দুর রহি, বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আলম টবি, দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক চিসত, বোদা উপজেলা নির্বাহ কর্মকর্তা প্রত্যয় হাসান ও বোদা উপজেলার নির্বাহী কর্মকর্তা সোলেমান আলী প্রমুখ।

পরিদর্শন শেষে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন পঞ্চগড়ের নদী ভাঙন রোধ ও ভাঙা সড়ক সংস্কারে পানি উন্নয়ন বোর্ড ও এলজিইডির নির্বাহী প্রকৌশলীগণকে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –