• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

সন্ধ্যায় কাঠমান্ডু জয়ে মাঠে নামবে বাংলাদেশ

প্রকাশিত: ২৯ মার্চ ২০২১  

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ট্রফি জিতে নেপাল থেকে ফিরতে চান ফুটবলাররা। ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে নেপালকে হারালে দেড়যুগ পর আন্তর্জাতিক টুর্নামেন্টের শিরোপা জিতবে বাংলাদেশ। সর্বশেষ ২০০৩ সালে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মালদ্বীপকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৫.৪৫ মিনিটে।

সাফ চ্যাম্পিয়নশিপ ও বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে উঠলেও, বাংলাদেশকে সন্তুষ্ট থাকতে হয় রানার্সআপ হয়ে। ২০১০ সালে ঢাকায় এসএ গেমস ফুটবলের স্বর্ণ জিতলেও সেটা ছিল অনূর্ধ্ব-২৩ দলের।

দেশ উদযাপন করছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। এ সময়ে লাল-সবুজ জার্সিধারীদের সামনে ট্রফি জয়ের হাতছানি। কিরগিজস্তান অলিম্পিক দলকে ১-০ গোলে হারিয়ে এবং নেপালের বিপক্ষে গোলশূন্য ড্র করে ফাইনাল মঞ্চে উঠেছে বাংলাদেশ।

অন্যদিকে নেপাল দুই ম্যাচ ড্র করে ফাইনালে। সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৬টায় শেষ হাসি ফুটবে কাদের মুখে সে অপেক্ষায় দুই দেশের ফুটবলামোদীরা।

বাংলাদেশ কোচ জেমি ডে শুরু থেকেই বলে আসছিলেন এই টুর্নামেন্ট তার কাছে জুনের বিশ্বকাপ বাছাইয়ের জন্য খেলোয়াড়দের পরীক্ষা। যে কারণে তিনি ফলাফলকে গুরুত্ব দিচ্ছেন না। তবে ফাইনালে ওঠার পর সবার মধ্যেই তৈরি হয়েছে ট্রফিজয়ের তৃষ্ণা। অনেক বছর যে ট্রফি জেতে না বাংলাদেশ।

নেপাল অজেয় দল নয় বাংলাদেশের জন্য। এই তো গত নভেম্বরে ঢাকায় বঙ্গবন্ধু সিরিজে নেপালকে ১-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচ ২-০ গোলে জিতে দ্বিতীয় ম্যাচে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –