• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

সবজি চাষে সাফল্য

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০১৮  

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার একজন সফল চাষি হিসেবে বিষমুক্ত নানা ধরনের সবজি উৎপাদন করে খ্যাতি অর্জন করেছেন এক কৃষক। যিনি সারা বছরই নানা ধরনের সবজি, মাছ চাষ, ধান চাষ নিয়ে ব্যস্ত সময় কাটান। বর্তমানে কয়েক রকম সবজি ক্ষেতে নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

একদিকে নানা ধরনের সবজির চাষ অন্যদিকে ধান চাষ নিয়ে ব্যস্ত থাকেন মোবারক আলী। চলতি বছরে আদা, হলুদ, করলা, শশা, টমেটো, লাউ, মরিচ, বেগুন ও শিমসহ নানা সবজি উৎপাদন করেছেন তিনি। এখন পর্যন্ত করলা মাঠে রয়েছে। তাছাড়াও বেগুন, শিম, লাউ পরিচর্যায় তিনি ব্যস্ত। অল্প কিছুদিনেই তা শেষ হবে বলে জানান মোবারক আলী।

গত প্রায় ১০ বছর ধরে আগাম সবজি চাষ করছেন মোবারক আলী। উপজেলারপূর্ব দেবীডুবার প্রধান পাড়ায় তার বাড়ি।তার তিন ছেলে ও এক মেয়ে। বর্তমানে ছোট ছেলে হামিদুল ইসলামকে নিয়ে তিনি সবজির বিভিন্ন প্রজেক্ট দেখাশুনা করেন।

বিগত ১০ বছর ধরে সবজির প্রজেক্ট করে প্রায় ৪০ বিঘা আবাদি জমি কিনেছেন। তার সাফল্য দেখে উপজেলার চাষিরাও সবজি আবাদের দিকে ঝুঁকছেন। আদা আবাদের মডেল কৃষক হিসেবে টিভি মিডিয়াতেও মোবারক আলীর সাফল্য দেখানো হয়েছে।

মোবারক আলী জানান, উপজেলার উপ-সহকারী কর্মকর্তা আবদুল মজিদ সব সময় পরামর্শ দিয়ে থাকেন রোগ-বালাই প্রতিকারের জন্য।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবদুল মজিদ বলেন, মোবারক আলী আদর্শ কৃষক। সব সময় কৃষি অফিসের পরামর্শে আবাদ করেন।

পঞ্চগড় জেলার কৃষি বিভাগের উপপরিচালক সামছুল হক জানান, মোবারক আলী কৃষি অফিসের পরামর্শ নিয়ে বিষমুক্ত আদা, হলুদ, করলা, শশা, টমেটো, লাউ, মরিচ, বেগুন ও শিমসহ বিভিন্ন সবজি আবাদ করছেন। এসব সবজির চাহিদা বাজারে বেশি থাকায় ভাল দাম মেলে।

দেবীগঞ্জ উপজেলায় প্রতি বছর প্রচুর পরিমাণ সবজি উৎপাদন হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি।বর্তমানে দেবীগঞ্জে প্রতিদিন কয়েকশ’ মণ সবজি বিশেষ করে করলা বেগুন, শিম, চাল কুমড়া, লাউ ও শশা, প্রচুর পরিমাণ পাইকারি বিক্রি করছে ব্যবসায়ীরা। ফলে চাষিরা লাভবান হচ্ছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –