• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

‘সবাইকে নিজ উদ্যোগে ভ্যাট প্রদান করতে হবে’

প্রকাশিত: ১ মার্চ ২০২১  

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের কমিশনার শওকত আলী সাদী বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে স্বনির্ভর হতে হবে। স্বনির্ভরতা অর্জন করতে সবাইকে নিজ উদ্যোগে ভ্যাট প্রদান করতে হবে।
সোমবার দুপুরে রংপুর চেম্বার অডিটরিয়ামে অনলাইনে ভ্যাট প্রদান সম্পর্কিত উদ্ভূত সমস্যা নিরসন সংক্রান্ত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় ভ্যাটের হার কমানো, বিলম্বে ভ্যাট রিটার্ন দাখিলে জরিমানা রহিতকরণ, দোকান ভাড়ার ওপর ভ্যাট মওকুফ, ভোক্তাদের ভ্যাট প্রদানে উদ্বুদ্ধকরণ, ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্যাটের আওতায় আনাসহ ব্যবসায়ীরা যেন সহনীয় হারে ভ্যাট প্রদান করতে পারেন সে বিষয়ে পদক্ষেপ গ্রহণে কমিশনারের দৃষ্টি কামনা করেন ব্যবসায়ী নেতারা।

শওকত আলী সাদী বলেন, নতুন ভ্যাট আইনে ব্যবসায়ীরা হয়রানি ছাড়াই অনলাইনে সহজে ভ্যাট প্রদান করতে পারছেন। এক্ষেত্রে রংপুর অঞ্চলের ব্যবসায়ীরা এগিয়ে রয়েছেন। অনলাইনে ভ্যাট প্রদানে যেসব সমস্যা উঠে এসেছে তা দ্রুত নিরসনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে।

রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের অতিরিক্ত কমিশনার অরুণ কুমার বিশ্বাস, সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন, রংপুর চেম্বারের পরিচালক রিয়াজ শহিদ শোভন, রংপুর মেট্রোপলিটন চেম্বারের পরিচালক আলী আহমেদ চাঁদ প্রমুখ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –