• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

সাঈদ খোকনকে পাশে বসিয়ে ‘ভাই’ বললেন তাপস

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২০  

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের আওয়ামী লীগ মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস মেয়র সাঈদ খোকনকে পাশে বসিয়ে বলেছেন সাঈদ খোকন আমার ভাই। তিনি প্রথম থেকেই আমাকে সর্মথন করছেন কিন্তু সাঈদ খোকন মেয়র বলে প্রচার চালাতে পারছেন না। 
মঙ্গলবার রাজধানীর সদরঘাট এলাকায় গণসংযোগ করেন তাপস। এই সময় দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি প্রকল্প পরিদর্শন করেন সাঈদ খোকন। সেখানে তার সঙ্গে দেখা হয় তাপসের। পরে পথবাসী পুর্নবাসন কেন্দ্র ঘুরে ঘুরে তাপসকে দেখান মেয়র সাঈদ। এরপর গণমাধ্যমের সামনে এক সঙ্গে কথা বলেন তারা। 

তাপস বলেন, এখানে অসহায় লোকদের পূর্ণবাসন করে দিয়ে তাদের বাঁচার সুযোগ করে দিয়েছেন মেয়র সাঈদ খোকন। এটা অত্যন্ত সামাজিক ও মানবিক কাজ। জনকল্যাণের জন্য আমার ভাই মেয়র সাঈদ খোকন এ কাজ করেছেন। আমি আজকে এসেছি আপনাদের সঙ্গে কুশল বিনিময় করার জন্য। ইনশাআল্লাহ আমরা নির্বাচিত হলে মেয়র সাঈদ খোকনের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করবো। আমরা যে পাঁচটি রূপরেখা দিয়েছি উন্নত ঢাকার জন্য, এরইমধ্যে সেগুলোর অনেক কাজ করেছেন মেয়র সাঈদ।

সাঈদ খোকন সাংবাদিকদের বলেন, যদি নির্বাচনী আচরণ বিধির বাধ্যবাধকতা না থাকতো। আমি ঢাকাবাসীকে দ্ব্যর্থহীন কণ্ঠে আহ্বান জানাতাম আমাদের প্রাণপ্রিয় প্রার্থী শেখ হাসিনার মনোনীত ফজলে নূর তাপসকে নৌকা মার্কায় ভোট দিন। তার পক্ষেই সম্ভব এই শহরকে উন্নত অগ্রগতির ধারায় পরিচালনা করা। শেখ হাসিনার নেতৃত্বে একদশক ধরে চলে আসছে যে উন্নয়ন তা তাপসই পারবেন ধরে রাখতে। কাঙ্ক্ষিত লক্ষে পৌঁছানো মধ্যে দিয়ে একটি সবুজ-সুন্দর ঢাকা উপহার দেবেন।  

তিনি আরো বলেন, আওয়ামী লীগের মেয়র প্রার্থী এই এলাকায় গণসংযোগ করছিলেন। আমি এখানে এসেছি প্রকল্প পরিদর্শন করতে। নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষে আমরা এ প্রকল্পের শুভ উদ্বোধন করবো। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –