• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

সাব্বির-আশরাফুল-বিজয়রা স্বপ্ন দেখছেন জাতীয় দলে ফেরার

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২০  

দেশে আন্তর্জাতিক ক্রিকেটকে ফেরানো লক্ষ্য নিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আসন্ন টুর্নামেন্ট নিয়ে অন্যরকম স্বপ্ন দেখছে জাতীয় দলের বাইরে থাকা খেলোয়াড়রা। এই আসর দিয়ে আবারো জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন মোহাম্মদ আশরাফুল, এনামুল হক বিজয় ও সাব্বির রহমানরা। এনামুল-সাব্বির সর্বশেষ বিসিবি প্রেসিডেন্টস কাপে খেললেও নিজেদের মেলে ধরতে পারেননি। এখন তারা সেই দুঃস্বপ্ন ভুলতে চান।

ক্রিকেটে নিষিদ্ধ হবার আগে ২০১৩ সালে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন আশরাফুল। ইতোপুর্বে আশরাফুল বলেছেন, এই টুর্নামেন্ট দিয়ে নতুনভাবে শুরু করতে চান এবং সেরা খেলতে নিজেকে প্রস্তুত করেছেন। গত বছর জাতীয় দলের হয়ে খেলেছেন সাব্বির ও এনামুল। তবে আবারো জাতীয় দলে ফেরার লক্ষ্যে আশরাফুলের চেয়ে অনেক এগিয়ে তারা। গত কয়েক বছর ধরে বেশ কিছু উদীয়মান খেলোয়াড়দের দুর্দান্ত পারফরমেন্স ও তাদের অফ-ফর্ম জাতীয় দলে ফেরার পথকে কঠিন করে ফেলেছে।

আজ সাব্বির বলেন, 'অবশ্যই এখানে আমাকে ভালো খেলতে হবে (যদি দলে ফেরার দাবিকে আরও শক্ত করতে চাই)। আমাকে আরও বেশি ভালো পারফরমেন্স করতে হবে। আমি যদি ৩০ বা ৪০ বা এমনকি ৬০-৭০ রানও করি, তাতেও আমার উপকার হবে না। যদি আমি সেঞ্চুরি করতে পারি তবে আমার অবস্থান উপরের দিকে উঠবে। তাই আমি আমার ইনিংস দীর্ঘায়িত করার লক্ষ্য নির্ধারণ করেছি।'

আসন্ন টুর্নামেন্টে বেক্সিমকো ঢাকার হয়ে খেলবেন সাব্বির। তিনি জানান, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট জাতীয় দলে ফেরার প্লাটফর্ম।সাব্বির বলেন, 'দেশের প্রত্যক খেলোয়াড়, যারা বিপিএল বা ডিপিএল খেলে থাকে। এই টুর্নামেন্টের জন্য তারা অপেক্ষা করে। এটি প্রকৃতপক্ষ আমাদের জন্য গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। কারণ যারা জাতীয় দলের বাইরে আছেন তাদের জন্য এটি একটি প্লাটফর্ম। আমরা যদি এই টুর্নামেন্টে ভালো খেলতে পারি তবে আমাদের জন্য জাতীয় দলে ফিরে আসার সুযোগ থাকবে। আমি টুর্নামেন্টের জন্য অনেক পরিশ্রম এবং হোমওয়ার্ক করেছি। আশাকরি আমি পারফর্ম করতে পারব।'

গত তিন মাস ধরে নিজের দক্ষতা এবং ফিটনেস বাড়াতে কঠোর পরিশ্রম করেছেন মোহাম্মদ আশরাফুল। আসন্ন টুর্নামেন্টে ভালো করতে মুখিয়ে আছেন তিনি। মিনিস্টার গ্রুপ রাজশাহীতে সুযোগ পাওয়া আশরাফুল বলেন, 'টুর্নামেন্টের জন্য আমি নিজেকে ভালোভাবে প্রস্তুত করার চেষ্টা করছি। গত তিন মাস ধরে আমি দক্ষতা এবং ফিটনেস নিয়ে কাজ করেছি। আমি কিছু ওয়ার্ম-আপ গেমও খেলেছি। আমি টুর্নামেন্টে ভালো করার জন্য এটি করেছি। আমি মনে করি আমি টুর্নামেন্টের জন্য পুরোপুরি প্রস্তুত।'

জেমকন খুলনার হয়ে খেলবেন এনামুল হক বিজয়। সেই দলে আরও আছেন, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। সাকিব ও রিয়াদ দলে থাকায় আরও ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী বিজয় বলেন, 'সাকিব-রিয়াদের মতো খেলোয়াড় থাকায় আামদের দলটি বেশ ভারসাম্যপূর্ণ। তাদের সাথে খেলতে পারলে আমি অনুপ্রাণিত হব। আশা করি, তাদের কাছ থেকে অনেক কিছু শিখব এবং টুর্নামেন্টে ভালো করতে পারব। দীর্ঘদিন ধরে ভালো ক্রিকেট খেলছি না। তবে আমি এই টুর্নামেন্ট নিয়ে খুবই উচ্ছসিত। নিজেকে প্রমাণের জন্য এটি খুবই ভালো একটি প্লাটফর্ম।'

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –