• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

সারা বিশ্বে নতুন বছর উদযাপন কেড়ে নিলো ১১ টি প্রাণ

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২১  

নতুন বছর উদযাপন করতে যেয়ে সারা বিশ্বে ১১ জন মানুষের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছে আরো অনেকে।

পুলিশ জানায়, দক্ষিণ-পশ্চিম বসনিয়া ও হার্জেগোভিনার একটি কটেজে নতুন বছর উদযাপনের সময় কার্বন মনো অক্সাইডের বিষক্রিয়ার কারণে  আট যুবক-যুবতীর মারা যাওয়ার খবর পাওয়া গেছে। বসনিয়া গণমাধ্যম জানায়, আটজনই মাধ্যমিক স্কুল এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

তুরস্কে,  নরওয়েজিয়ান ফুটবলার ওমর এলাবডেল্লাউই আতশবাজি নিয়ে দুর্ঘটনার পরে চোখের ইনজুরি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালের দেওয়া তথ্য অনুযায়ী তার দুইটি চোখই ক্ষতিগ্রস্থ হয়েছে।

এদিকে ফ্রান্সে আতশবাজি জ্বালানোর সময় ২৫ বছর বয়সী একজন মারা গেছেন। জার্মানীতেও  আতশবাজির ঘটনায় একজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এছাড়া ইরাকে আতশবাজির ঘটনায় একজন নিহত ও কমপক্ষে ২৫ জন আহত হয়েছে।

করোনার কারণে জনসমাগম নিষেধ থাকায় বেশ কয়েকটি জায়গা থেকে আতশবাজি জ্বালানো হয় আর এতে হতাহতের ঘটনা ঘটে। নতুন বছর উদযাপনের গুলিতে এক সিরিয়িান নারীরও মৃত্যু হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে আরো মানুষ আহত হয়েছেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –