• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

সাড়ে ৭শ’ কম্বল পেল কুড়িগ্রামের চরাঞ্চলের মানুষ

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২১  

কুড়িগ্রামে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির উদ্যোগে ও কুড়িগ্রাম জেলা পুলিশের সহযোগিতায় সাড়ে ৭শতাধিক চরাঞ্চলের মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুর ১২টায় কুড়িগ্রাম মহিলা কলেজ মাঠে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত এআইজি ও সংগঠনের মহাসচিব মো. রফিকুল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার উৎপল কুমার রায়, অবসরপ্রাপ্ত সিনিয়র এএসপি ও যুগ্ম মহাসচিব আব্দুল কুদ্দুস খান, অবসরপ্রাপ্ত এএসপি ও আজিবন সদস্য মো. রেজাউল করিম, সাংবাদিক হুমায়ুন কবির সূর্য, সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার প্রমুখ।

অনুষ্ঠানে কুড়িগ্রাম সদর ও রাজারহাট উপজেলায় সাড়ে ৫শতাধিক এবং নাগেশ্বরীতে ২ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এসব কম্বল পেয়ে সন্তোষ প্রকাশ করেন চরাঞ্চলের মানুষ। তারা জানান, ‘এই শীতে গরম কাপড়ের অভাবে ভুগতেছিলাম। অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি ও কুড়িগ্রাম জেলা পুলিশের সহযোগিতায় আমাদের কম্বল দেয়া হয়েছে। এই শীতকালে এসব কম্বল আমাদের খুবই উপকারে আসবে।’

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –