• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

সিঙারা বিক্রেতার মেয়ে এখন জনপ্রিয় গায়িকা

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২০  

বলিউডে জনপ্রিয় গায়িকাদের মধ্যে অন্যতম নেহা কক্কর। দীর্ঘদিন ধরেই হিন্দি গানের জগতে অনেকটাই ‘রাজ’ করছেন তিনি। নিজের জায়গা বেশ ভাল মতোই কায়েম করে নিয়েছেন। একের পর এক হিট গান গেয়ে অনুরাগীদের মন জয় করে নিয়েছেন। তার নিজেরই রয়েছ একটি আলাদা গায়কী।

তবে চিরদিন এমনটা ছিল না। প্রথম থেকেই এতটা জনপ্রিয়তা পাননি নেহা। এমনকি নিজের জায়গাটাও তাকে বানাতে হয়েছে যথেষ্ট কষ্ট করে। উত্তরাখন্ডের একটি নিম্নবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন নেহা। তার বাবা পেশায় ছিলেন একজন সিঙারা বিক্রেতা। ছোট থেকেই বিভিন্ন জাগ্রতায় গান গাইতেন নেহা। তিনি বড় হনই জাগ্রতায় গান গেয়ে। নেহার সঙ্গে থাকতেন তার দিদি সোনু কক্কর ও ভাই টনি কক্কর।

জানা যায়, ওই সব জাগ্রতার অনুষ্ঠান থেকে ৫০ টাকা রোজগার করতেন নেহা। পরিবারের সদস্যরা যাতে একটু সচ্ছ্বলতার মুখ দেখে তার জন্যই এই কাজ করতেন গায়িকা। গানে নিজের ক্যরিয়ার বানাতেই এরপর উত্তরাখন্ড থেকে মুম্বাই পাড়ি দেন নেহা ও তার ভাই টনি কক্কর। একটি রিয়েলিটি শো-তে অংশগ্রহণ করেছিলেন নেহা। সেখানে বিজয়ী হন তিনি। এরপরেই শুরু হয় তার গানের ক্যরিয়ার। বলিউডে সুযোগ পান তিনি।

নেহার প্রথম গান ‘ফাটা পোস্টার নিকলা হিরো’ ছবির ‘ধাতিং নাচ’ গানটিতে প্রথম শোনা যায় নেহার কণ্ঠস্বর। এরপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। পুরোনো গানগুলি নতুন ঢঙে গাইতে যে বেশ পারদর্শী নেহা কক্কর তা সকলেই জানেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –