• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

সু চিকে আরো সাত বছরের কারাদণ্ড

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২২  

অং সান সু চিকে আরো সাত বছরের কারাদণ্ড দিয়েছে মিয়ানমারের একটি সামরিক আদালত। এ নিয়ে তার সামগ্রিক জেলের সময়কাল হয়েছে ৩৩ বছর। ক্ষমতাচ্যুত গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে দুর্নীতির দায়ে স্থানীয় সময় শুক্রবার এ রায় ঘোষণা করা হয়।  

শুক্রবার তাঁকে পাঁচটি অভিযোগে সাজা দেওয়া হয়।

দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে ওয়াকিটকি আমদানি, দাফতরিক গোপন আইন লঙ্ঘন, কভিড জননিরাপত্তাবিধি লঙ্ঘন, একজন সরকারি মন্ত্রীর জন্য একটি হেলিকপ্টার ভাড়া করার নিয়ম অনুসরণ না করাসহ ১৪টি বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন সু চি।

তবে মিয়ানমারের সামরিক সরকার সু চির বিচার এবার বন্ধ দরজার পেছনেই করছে। যেখানে জনসাধারণ ও মিডিয়ার প্রবেশে বাধা ছিল। এমনকি তার আইনজীবীদেরও সাংবাদিকদের সঙ্গে কথা বলা নিষিদ্ধ ছিল। অং সান সুচি বেশির ভাগ সময় রাজধানী নেপিডোতে গৃহবন্দি অবস্থায় কাটিয়েছেন।

উল্লেখ্য, ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর থেকে নোবেলজয়ী সু চি (৭৭) গৃহবন্দি ছিলেন।  তিনি ১৯টি অভিযোগে বিচারের মুখোমুখি হয়েছেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –