• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

সুশান্তের মৃত্যু নিয়ে সার্কাস শুরু হয়েছে- ইমরান হাসমি

প্রকাশিত: ৫ আগস্ট ২০২০  

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এবার মুখ খুললেন অভিনেতা ইমরান হাসমি। সুশান্তের মৃত্যুর পর তার পরিবারকে সমবেদনা জানান অভিনেতা। পাশাপাশি বলেন, সুশান্তের মৃত্যু নিয়ে সামাজিক মাধ্যমে ‘সার্কাস’ শুরু হয়েছে। যা শুনে সুশান্তের অনুগামীরা রীতিমতো ক্ষুব্ধ হয়ে যান বলিউডের এই অভিনেতার উপর।

এদিকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তভার যাতে সিবিআইয়ের হাতে তুলে দেয়া হয়, সে বিষয়ে সুপারিশ করা হয়েছে বিহার সরকারের কাছে। সংবাদ সংস্থা এএনআইকে দেয়া সাক্ষাতকারে মঙ্গলবার এ বিষয়ে মুখ খোলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তবে সুশান্তের মৃত্যুর তদন্তভার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেয়া হবে কি না, তা নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে কোনো মন্তব্য করা হয়নি।

অন্যদিকে সুশান্তের মৃত্যুর তদন্ত প্রক্রিয়া যাতে বিহার থেকে মুম্বইাতে সরিয়ে নিয়ে আসা হয়, সে বিষয়ে আবেদন জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হন রিয়া চক্রবর্তী। অন্যদিকে রিয়ার আবেদনের পরই শীর্ষ আদালতের কাছে এ বিষয়ে ক্যাভিয়েট দাখিল করেন সুশান্তের পরিবারের আইনজীবী।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –