• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

`সৈয়দ আশরাফুল ইসলাম সৎ ও আদর্শের রাজনীতি করে গেছেন`

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২১  

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তার কবরে শ্রদ্ধা জানিয়েছেন পরিবারের সদস্যেরা।

রাজধানীর বনানী কবরস্থানে সৈয়দ আশরাফুল ইসলামের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার বোন ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নূর। আজ রবিবার সকালে সৈয়দ আশরাফুল ইসলামের কবরে শ্রদ্ধা জানানোর পর সৈয়দা জাকিয়া নূর আগামী প্রজন্মকে তার ভাইয়ের জীবনাদর্শ থেকে রাজনীতির শিক্ষা নেওয়ার আহ্বান জানান।

সৈয়দা জাকিয়া নূর বলেন, আমার ভাই সৈয়দ আশরাফুল ইসলাম সৎ ও আদর্শের রাজনীতি করে গেছেন। আগামী প্রজন্মের কাছে আমার এটাই আবেদন থাকবে যে, আমার ভাই সৈয়দ আশরাফুল ইসলামের জীবন থেকে শিক্ষা নিয়ে (তারা) যেন সৎ ও আদর্শের রাজনীতি করে।
এসময় কিশোরগঞ্জ আওয়ামী লীগের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন। তবে আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ের কোনো নেতা শ্রদ্ধা জানাতে যাননি।

উল্লেখ্য, ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১৯ সালের ৩ জানুয়ারি ব্যাংককের একটি হাসপাতালে মারা যান সৈয়দ আশরাফ। জাতীয় চার নেতার অন্যতম এবং মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ছিলেন সৈয়দ আশরাফের বাবা।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –