• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

সৌদিতে নির্যাতনের শিকার পঞ্চগড়ের সুমি দেশে ফিরেছেন

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৯  

সৌদি আরবে নির্যাতনের শিকার গৃহকর্মী পঞ্চগড়ের সুমি নিরাপদে দেশে ফিরেছে। তাকে মা-বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার বিকেলে সুমিকে তার মা-বাবার কাছে পৌঁছে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

ভুক্তভোগী সুমি পঞ্চগড়েরর বোদা উপজেলার পাঁচ পীর ইউপির বৈরাতি সেনপাড়ার রুফিকুল ইসলামের মেয়ে।

সৌদিতে গৃহকর্মী হয়ে যাওয়ার কিছুদিন পর নিয়োগকর্তার নির্যাতনের শিকার হন সুমি। অমানবিক নির্যাতন সইতে না পেরে বাঁচার আকুতি জানান তিনি। সুমির আকুতির ভিডিও ফেসবুকে ভাইরাল হয়।

এ ঘটনায় সুমির স্বামী নুরুল ইসলাম ২২ অক্টোবর জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে লিখিত অভিযোগ করেন। তাকে নিরাপদে দেশে ফেরাতে গত ২৭ অক্টোবর ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামে আবেদন করেন নুরুল ইসলাম। ব্র্যাকের সহায়তায় ২৯ অক্টোবর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বরাবর লিখিত অভিযোগ করা হয়। পরে জেদ্দা কনস্যুলেটের হস্তক্ষেপে সুমিকে নিয়োগকর্তার বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ।

সুমি বলেন, ভেবেছিলাম আর কোনোদিন দেশে ফিরতে পারবো না। সরকার হস্তক্ষেপে দেশে ফিরতে পেরে অনেক খুশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ।

শুক্রবার দেশে ফেরেন সুমিসহ নির্যাতনের শিকার ৯১ গৃহকর্মী। এদিন পরে তাকে বাবার হাতে তুলে দেন বোদার ইউএনও সৈয়দ মাহমুদ হাসান।

এ সময় উপস্থিত ছিলেন বৈদেশিক কর্মস্থংস্থান মন্ত্রণালয়ের উপ-পরিচালক আবু হেনা মহাম্মদ মোস্তফা কামাল, পাঁচপীর ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির প্রধান প্রমুখ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –