• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

হাকিমপুরে পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০১৯  

দিনাজপুরের হাকিমপুরে পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার দুপুরে উপজেলার বোয়ালদাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মেহেদি হাসান সনি উপজেলার বোয়ালদাড় গ্রামের আবুল হোসেনের ছেলে। 

হাকিমপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

স্থানীয়রা জানান, তিন বছর আগে চাকরি পেতে একই গ্রামের মিজানুর রহমানকে চার লাখ টাকা দেন সনি। তবে চাকরি না দিতে পারায় মিজানুরের কাছে টাকা ফেরত চান তিনি। এতে টাকা ফেরত দিতে টালবাহানা শুরু করে মিজানুর। বুধবার গ্রামের বাড়িতে মিজানুর রহমান আসলে আবারো টাকা ফেরত চায় সনি। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। বিতণ্ডার এক পর্যায়ে মিজানুরের সঙ্গে থাকা ভাগনে দেলোয়ার হোসেন হঠাৎ সনিকে ছুরিকাঘাত করে। পরে আহত অবস্থায় সনিকে হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে অভিযান চালানো হচ্ছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –