• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

হাবিপ্রবিতে অস্বচ্ছল ৩০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রকাশিত: ৭ মে ২০২১  

দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী গণতান্ত্রিক শিক্ষক পরিষদ।
শুক্রবার সংগঠনটির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার তিন শতাধিক পরিবারকে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল ৬ কেজি চাল, ১ কেজি ডাল, ১/২ কেজি সয়াবিন তেল, ১ কেজি চিনি ও ১টি করে লাচ্ছা সেমাইয়ের প্যাকেট। এর আগে করোনার শুরুতে সংগঠনটি দুই দফায় খাদ্য সহায়তা প্রদান করে।

বিতরণকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বের ভিসি ও ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ডা. ফজলুল হক (বীর মুক্তিযোদ্ধা), সহ সভাপতি প্রফেসর ড. শ্রীপতি সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর ড. তারিকুল ইসলাম, কার্যকরী সদস্য প্রফেসর ড. খালেদ হোসেন, প্রফেসর ড. মাহবুব হোসেন, সহযোগী অধ্যাপক ড. রবিউল সাংস্কৃতিক সম্পাদক শিহাবুল আউয়াল, সদস্য সুমন সরকার সেতুসহ অন্যান্য সদস্যবৃন্দ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –