• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

হাবিপ্রবিতে দ্রুত নতুন ভিসি চায় গণতান্ত্রিক শিক্ষক পরিষদ

প্রকাশিত: ১৭ জুন ২০২১  

ভিসি অধ্যাপক ড. মু. আবুল কাসেমের মেয়াদ শেষের চারমাস পার হলেও নতুন ভিসি পায়নি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)। রুটিন ভিসি দিয়েই চলছে সব প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম।

ফলে রুটিন দায়িত্বপ্রাপ্ত ভিসির সীমাবদ্ধতা থাকায় প্রশাসনিক, একাডেমিক ও উন্নয়ন কাজে স্থবিরতা দেখা দিয়েছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নানাবিধ জটিলতা। এমতাবস্থায় দ্রুততম সময়ে পূর্ণাঙ্গ ভিসি নিয়োগের আহ্বান জানিয়েছে গণতান্ত্রিক শিক্ষক পরিষদ।

বৃহস্পতিবার (১৭ জুন ২০২১) গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর ড. ফাহিমা খানম ও সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা  প্রফেসর ডা. ফজলুল হক স্বাক্ষরিত  এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে। 

জানা যায়, ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক ড. মু. আবুল কাসেমকে চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ ভিসি হিসেবে নিয়োগ দেয়া হয়। গত ৩১ জানুয়ারি তার মেয়াদ শেষ হয়। এরপর শিক্ষা মন্ত্রণালয় ২২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদারকে রুটিন ভিসির দায়িত্ব পালনের জন্য অফিস আদেশ দেয়।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –